চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে দুইজন ও সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ রোববার দুপুরে তারা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সোলায়মান আলম শেঠ নিজে এসে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। মেয়র পদে আর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি। ৫০ সাধারণ কাউন্সিলর প্রার্থী ও দুইজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
সংরক্ষিত ৩ নম্বর মহিলা ওয়ার্ডে নাহিদা ইয়াসমিন, ৬ নম্বর ওয়ার্ডে কাজী শাহিনা সুলতানা ডলি মনোনয়ন প্রত্যাহার করেছেন।
সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর দক্ষিণ হাটহাজারী ওয়ার্ডে ডা. মো. নিয়াজ মোর্শেদ ও মো. হাবিবুল্লাহ বাহার, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডে মো. ইব্রাহীম ও আবুল কাসেম, ৩ নম্বর পাঁচলাইশ ওয়ার্ডে মো. আব্দুল্লাহ আল মামুন, ৪ নম্বর চাঁদগাও ওয়ার্ডে এসএম হুমায়ুন কবির, নাজমুল হক, জামাল উদ্দিন ও আমজাদ হোসেন, ৫ নম্বর মোহরা ওয়ার্ডে জসিম উদ্দিন, নাজিম উদ্দিন চৌধুরী, খালেদ হোসেন খান ও জানে আলম জিকু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে মো. রিজুয়ান উদ্দিন চৌধুরী, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে জমির উদ্দিন নাহিদ, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে বাদশাহ আলমগীর, ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডে দিদারুল আলম মাসুম, আব্দুল আলিম স্বপন, আবদুল কাদের, তৌহিদ আজিজ, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে মো. আরিফুল ইসলাম, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কায়সার আহমেদ ও শহিদুল আজম শাকিল, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে মাসুদ করিম টিটু প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এছাড়া ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে আজিজুল হক মামুন, ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডে মিল্টন দাশ গুপ্ত, ২১ নম্বর জামালখান ওয়ার্ডে রাজীব দাশ সুজয়, প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী, আব্দুল হান্নান, আব্দুল নাছের, সুচিত্রা গুহ ও ফরহাদুল ইসলাম রিন্টু, ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে সিরাজুল ইসলাম, আসিফ খান, রিয়াদ খান ও মো. জাহেদ, ২৬ নম্বর উত্তর হালিশর ওয়ার্ডে নাজিমুল ইসলাম মজুমদার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এদিকে ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে আব্দুর রহিম আরসেনি, ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে একেএম জাবেদুল আলম, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে মো. মেজবাহ উদ্দিন মিন্টু, রফিকুল হোসেন বাচ্চু, ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডে ঝুলন দেব নাথ, ৩৭ নম্বর উত্তর মধ্যম হালিশহর ওয়ার্ডে মো. শফিউল আলম, ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ডে নম্বর মোহাম্মদ আজম উদ্দিন, মো. আবু নাছের, মো. বদিউর রহমান, মো. সালাহ উদ্দিন, ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে হাসান মাহমুদ আনসারী, ৪০ নম্বর উত্তর পতেঙ্গা ওয়ার্ডে জয়নাল আবেদিন চৌধুরী, ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে মো. ওয়াহিদুল আলম চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
প্রসঙ্গত, আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।