কাউছার আলম,পটিয়াঃ পটিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনত তৈরি করতে দিনব্যাপী প্রচারাভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা ও সহকারী কমিশনার( ভূমি) ইনামুল হাসান।
মঙ্গলবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের এ মহান দিনে উপজেলার থানার মোড়, পোস্ট অফিস মোড়, ডাক বাংলো মোড়, বাস স্টেশন, আদালত রোড সহ সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্টানে জনসচেতনতা মূলক এ প্রচারাভিযান চালিয়েছেন তারা।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, করোনা ভাইরাস প্রচারনার নামে পটিয়ায় যদি কেউ আতংক ছড়ানোর অপচেষ্টা করে তাদের বিরোদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার হুশিয়ারী করেন।
প্রচারাভিযানে তিনি আরো বলেন,উপজেলার সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্টানে ধারাবাহিক ভাবে এ প্রচারাভিযান চালানো হবে।
উপজেলার সকল ইউনিয়নে মসজিদের মাইকে প্রচার করার জন্য ইমানদের নির্দেশনা দেয়া হয়েছে। করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে নিয়ম কানুন মেনে চলার পরামর্শ দেন তিনি।