করোনাভাইরাসের কারনে অনেক আগে থেকেই হোমকোয়ারেন্টিনে থাকতে কঠোর নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু আবার মহামারী ঠেকাতেই সরকারের সাধারণ ছুটি ঘোষণা আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।
কিন্তু সাধারণ মানুষ যে উৎসুক হয়ে উঠেছেন এই সময়ে। ফাঁকা রাস্তা পেয়ে অনেকে ঘুরতে বের হচ্ছেন রাস্তায় শহর ঘুরে দেখবেন বলে। এছাড়াও অনেকে বের হয়েছেন কোনো কাজ ছাড়াই।
তাই এসব অনিয়ম রুখতে কড়া হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীও। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই করছেন জরিমানা।
র্যাবের পৃথক তিনটি টিম মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করে এসব মানুষদের থেকে।
র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, র্যা ব-৩ এর পলাশ বসু ও র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে পৃথক এ অভিযানটি চালানো হয়।
কারণ ছাড়া ঘোরাঘুরি করার কারনে ৫০ জনকে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। র্যাবের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান এএসপি সুজয় সরকার।
এ নিয়ে র্যাবের লিগ্যার অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে র্যাব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুর, রূপনগর, ভাটারা, রামপুরা ও মগবাজার এলাকায় দিনব্যাপী এ অভিযান চালানো হয়।