এবার উহান শহর থেকে লকডাউন প্রত্যাহার করলো চীন


দুই মাস লকডাউন থাকার পর অবশেষে করোনাভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে লকডাউন উঠিয়ে নেয়া হয়েছে।

আজ বুধবার (০৮ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

নতুন করে আবারও করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার আশঙ্কার মধ্যেই বুধবার উহানে লকডাউন তুলে নেয়া হলো।

গত জানুয়ারিতে ভাইরাসের সংক্রমণ রোধে ১ কোটি ১০ লাখ মানুষের এ শহরটি লকডাউন করে দেয়া হয়। চীন সরকারের তথ্য অনুযায়ী, উহানে ৫০ হাজারেরও বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন আড়াই হাজারেরও বেশি।

তবে সংক্রমণ একেবারে কমতে শুরু করায় শহরটিতে আরোপিত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। গত ২১ দিনে উহানে মাত্র তিনজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।

উহান তিয়ানহে বিমানবন্দরে ফ্লাইট চালু হওয়ায় ইতোমধ্যে ১০ হাজারেরও বেশি মানুষ শহরটি ছেড়ে গেছেন। তবে বেইজিংগামী এবং আন্তর্জাতিক ফ্লাইট এখনও চালু হয়নি।

তবে জরুরি প্রয়োজন না থাকলে উহানের বাসিন্দাদের এলাকা, শহর এবং এমনকি প্রদেশ না ছাড়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে মঙ্গলবারও (০৭ এপ্রিল) চীনে শনাক্ত হয়েছে ৬২ জন। আগের দিন শনাক্ত হয়েছিলেন ৩২ জন।

Comments (0)
Add Comment