করোনায় আক্রান্ত হলেন অস্কারজয়ী অভিনেতা শন পেন


অস্কারজয়ী অভিনেতা শন পেন করোনায় আক্রান্ত হয়েছেন। অভিনেতার বয়স প্রায় ৬০ বছর। তার স্বেচ্ছাসেবী সংস্থা কোর বিনামূল্যে করোনা পরীক্ষা করছিল। আর সেখানেই নিজেও করোনা পরীক্ষা করান শন।

সেসময় তার দেহে এই এই ভাইরাসের সন্ধান পাওয়া যায়। অভিনেতাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০১০ সালে হাইতিতে ভূমিকম্পের সময় প্রতিষ্ঠিত হয় কোর। ভূমিকম্পের ত্রাণে এই সংস্থা অর্থসাহায্য করেছিল। বর্তমানে বিশ্বজুড়ে সে সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেও সাহায্যের হাত বাড়িয়ে দেয় শন পেনের এই সংস্থা।

করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়েও লস অ্যাঞ্জেলসের মেয়র এরিক গারসেটির সঙ্গে এই সংস্থা সহযোগিতা করছে।

হলিউড অভিনেতা শন পেনের বয়স ৫৯ বছর। অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব-সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে। তার আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত সিনেপ্রেমীরা।

Comments (0)
Add Comment