পটিয়া উপজেলাধীন অবিভক্ত ৮নং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম হাজী মফিজুর রহমান খাঁন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গতকাল ৮ই মে পিংগলা গ্রামে ২৫০ গরীব ও হতদরিদ্র পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে জাতীয় সংসদের মাননীয় হুইপ ও চট্টগ্রাম-১২, পটিয়া অাসনের সংসদ অালহাজ্ব সামশুল হক চৌধুরী এম.পি’র অনুপ্রেরনায় পটিয়া উপজেলা অাওয়ামীলীগ নেতা ও মফিজুর রহমান খাঁন ফাউন্ডেশনের সভাপতি জসীমুল অানোয়ার খাঁন করোনা মহামারিতে এই উপহার সামগ্রী বিতরন করেন।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, কাশিয়াইশ ইউনিয়ন অাওয়ামীলীগ নেতা অাবদুল মান্নান (মনু মিয়া), গাজী মোহাম্মদ অালী মেম্বার, কাশিয়াইশ ইউপি আওয়ামী যুবলীগের আহব্বায়ক শীতল তালুকদার, অাওয়ামীলীগ নেতা মোহাম্মদ শফি, কায়ছার খান, অাশিয়া ইউপি যুবলীগের সহ-সভাপতি মো.শফি, কাশিয়াইশ ইউপি যুবলীগ নেতা গাজী অাজগর অালী, শেখ ফজলুল করিম,
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদুল ইসলাম খাঁন, কাশিয়াইশ ইউপি ছাত্রলীগের সহ সভাপতি জুলফিকার অালী টিংকু, ছাএনেতা অামিনুর রহমান মিসকাত, সাইফুল ইসলাম অভি, নুরুল আলম মনা, ওসমান খান, সাইফুল ইসলাম, মো.শরিফ, অাবদুল মালেক প্রমুখ