লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন রজার ফেদেরার। জনপ্রিয় বাণিজ্য সাময়িকী ফোবর্স গেল বছরের সবচেয়ে ধনী ১০০ ক্রীড়াবিদের তালিকা প্রকাশ করেছে। এতে ১২ মাসে শীর্ষ আয়ের ক্রীড়াবিদ হিসেবে সবার উপরে জায়গা করে নিয়েছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা।
ফোবর্স জানিয়েছে, ১০৬.৩ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে তালিকায় শীর্ষে উঠে এসেছেন ফেদেরার। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে এই নজির গড়লেন সুইস কিংবদন্তি।
৩৮ বছর বয়সী ফেদেরার টেনিসের ইতিহাসে পুরুষ এককে রেকর্ড ২০টি গ্র্যান্ডস্ল্যামের মালিক। আগের বছর দামি খেলোয়াড়ের তালিকায় পঞ্চম স্থানে ছিলেন তিনি।
গেলবারের মতো এবারও তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। জুভেন্টাস ফরোয়ার্ডের আয় ১০৫ মিলিয়ন ডলার।
এক বছরে ১০৪ মিলিয় ডলার আয় নিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। আগের বছর তালিকায় শীর্ষ স্থান দখল করেছিলেন তিনি বার্সেলোনার প্রাণভোমরা।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। বছরে ৯৫.৫ মিলিয়ন ডলার আয় করেছেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা। আগের বার তৃতীয় স্থানে ছিলেন তিনি।
ক্রীড়াবিদের সবচেয়ে বেশি আয়ের তালিকায় পঞ্চম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা লেব্রন জেমস। ৮৮.২ মিলিয়ন ডলার উপার্জন করেছেন তিনি।
সেরা আয়ের শীর্ষ ১০০ জন ক্রীড়াবিদদের মধ্যে বিরাট কোহলিই একমাত্র ক্রিকেটার। এক বছরে ২৬ মিলিয়ন ডলার আয় করে ভারতীয় অধিনায়ক রয়েছেন ৬৬তম স্থানে।