ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে নিহত ২০ অভিবাসী


তিউনিসিয়ার একজন কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, দেশটির উপকূলে অভিবাসীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই নৌকাটিতে ৫০ জনের বেশি অভিবাসী ছিলেন বলেও জানিয়েছন ওই কর্মকর্তা। খবর আনাদোলু এজেন্সির।
এসফ্যাক্স উপকূলে কাছে অভিবাসীদের মৃতদেহ পাওয়া যায় বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরও বলেন যে, ইতালি যাওয়ার উদ্দেশ্য নিয়ে সপ্তাহান্তে ৫৩ জন অভিবাসীবোঝাই একটি নৌকা যাত্রা করে।
এদিকে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার ব্যক্তিদের সন্ধানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে কোস্টগার্ড ও সেনাবাহিনী।
গত বছরই এ ধরনের একটি ঘটনায় একটি নৌকা ডুবে গেলে ৮৬ জন আফ্রিকান অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়। ওই ব্যক্তিরা লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা করছিল। কর্মকর্তারা বলছেন, গত বছর তিউনিসিয়ার উপকূলে ওই নৌকাডুবির ঘটনা ভয়াবহ ঘটনাগুলোর একটি ছিল।
উল্লেখ্য, ইউরোপ ও আফ্রিকার মধ্যে ট্রানজিট হিসেবে তিউনিসিয়াকে ব্যবহার করে থাকে অভিবাসন প্রত্যাশীরা। অনেকেই বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষ উন্নত জীবনের আশায় তিউনিসিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করে।

Comments (0)
Add Comment