সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শিক্ষানবিশ আইনজীবীদের অনশন কর্মসূচি চলছে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষানবিশ আইনজীবীরা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সামনে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষানবিশ আইনজীবীরা।
করোনাভাইরাসের কারণে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত ও ভাইভা গ্রহণ না করে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে গেজেট প্রকাশের দাবিতে বার কাউন্সিলের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষানবিশ আইনজীবীরা।
চট্টগ্রামের শিক্ষানবিশ আইনজীবী খোরশে দআলম আকিব বলেন, দীর্ঘ পাঁচ বছরে একটি মাত্র এনরোলমেন্ট পরীক্ষা সম্পন্ন হওয়ায় এবং বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে শিক্ষানবিশ আইনজীবীরা মানবেতর জীবনযাপন করে যাচ্ছে । প্রতি বছর আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা নেয়ার নির্দেশনা থাকলেও ওই নিয়মের প্রতিফলন ঘটছে না। মূলত প্রতি বছর পরীক্ষাসংক্রান্ত আপিল বিভাগের রায়কে অমান্য করছে বাংলাদেশ বার কাউন্সিল বার কাউন্সিলের পরিক্ষার গাফিলতির কারনে অনেকেই এই পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিষয়টা মানবিক দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।
শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, ২০১৭ সালের পর ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এমসিকিউ পরীক্ষা হয়েছে। বর্তমানে করোনাভাইরাসের পরিস্থিতিতে আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। তাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী থেকে আপিল বিভাগের রায় বাস্তবায়নে সরাসরি গেজেট প্রদানের মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্তিকরণ এখন সময়ের দাবি।
এই দিকে আন্দোলনরত শিক্ষানবিশ আইনজীবীদের উপর হামলা ও জাতীর পিতার ছবি যুক্ত ব্যানার ছিড়ে ফেলায় দোষীদের খুজে বের করে শাস্তির আওতায় আনার দাবী জানান। আর এই আমরণ অনশন পালন করতে গিয়ে আজ ৮ জুলাই অনশনের দ্বিতীয় দিনে ১০জন শিক্ষানবিশ আইনজীবী অসুস্থ্য হয়ে পড়ে।