২০১৭ ও ২০২০ সালে এম সি কিউ উত্তীর্ণদের সরাসরি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করণের দীর্ঘ ৮ দিন আমরণ অনশনের পর, বার কাউন্সিলের কোন সদস্য যোগাযোগ না করায়, বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে বার কাউন্সিল ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষানবিশ আইনজীবীরা।
চট্টগ্রামের জেলা শিক্ষানবিশ আইনজীবী ও শিক্ষানবিশ কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক খোরশেদ আলম আকিবের নেতৃত্বে বিশাল মিছিল শেষে তারা জানান দাবী আদায় না হওয়ায় পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে।
বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে বার কাউন্সিল ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছেন চট্টগ্রামের চট্টগ্রাম জেলা শিক্ষানবিশ আইনজীবী কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক খোরশেদ আলম আকিব।