চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার স্টেশন রোড থেকে ৮টি স্বর্ণের বারসহ মোট ৮৮ ভরি স্বর্ণালঙ্কার জব্দ করেছে পুলিশ। এ সময় এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে চট্টগ্রাম থেকে এসব স্বর্ণ ঢাকায় নেয়ার পথে জোসেফ উদ্দিন রুমন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।
গোপন সংবাদে স্বর্ণ পাচারে বিষয়টি জানতে পেরে কোতোয়ালি থানার পুলিশ রাতে অভিযান পরিচালনা করে নগরীর স্টেশন রোড এলাকা থেকে স্বর্ণ পাচার চক্রের সদস্য জোসেফ উদ্দিন রোমনকে আটক করে ।
কোতোয়ালি থানার ওসি মহসিন জানান, তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৮৮ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৬০ লাখ। এসব স্বর্ণ অবৈধভাবে পাচার করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। চট্টগ্রাম থেকে চক্রটি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে স্বর্ণ পাচার করে আসছিল। ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, মোবাইল ব্যবসার কথা বলে জোসেফ স্বর্ণপাচার করে আসছিল। এর আগেও কয়েকবার সে চট্টগ্রাম থেকে ঢাকায় স্বর্ণ পাচার করেছিল।