স্টাফ রিপোর্টার মো: রুবেল : লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর লায়ন জেলা ৩১৫বি-৪ এর লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের উদ্যোগে নগরীর চকবাজার এলাকায় হযরত টাকশাহ মিয়া হেফজখানা ও এতিমখানায় দুপুরের খাবার, শিক্ষা সামগ্রী বিতরন, করোনায় সুরক্ষা সামগ্রী মাস্ক বিতরন, ডায়বেটিকস্ পরিক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং শিশুদের ক্যান্সার বিষয়ে সচেতন মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সভাপতি লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী।
উক্ত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫বি- ৪ এর জেলা গভর্নর লায়ন ডা: সুকান্ত ভট্টাচার্য্য, এমজেএফ আরো উপস্থিত ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দীক পিএমজেএফ, লায়ন জেলা সেক্রেটারী লায়ন অশেষ কুমার উকিল, লায়ন জিকে লালা, লায়ন হাসান মাহমুদ চৌধুরী, লিও ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল এর লিও এডভাইজার লায়ন বেলাল উদ্দীন চৌধুরী, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও ডালিম সাহা পাপ্পু, লিও মেহেদী হাসান নয়ন, লিও মো: রুবেল, লিও হৃদ্দিমান বড়ুয়া, লিও তানিয়া, লিও ফাহিম, লিও তৌহিদ প্রমুখ। অনুষ্ঠান চলাকালীন সময়ে ১জন মাদ্রাসা শিক্ষার্থীর
চোখে ছানি দেখতে পেয়ে লায়ন খোরশেদ আনোয়ার চৌধুরী বিনামূল্যে তার চোখের চিকিৎসা করানোর প্রতিশ্রুতি প্রদান করেন।