আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি চট্টগ্রামের সকল শ্রেণী পেশার মানুষকে স্বাস্থ্য বিধি মেনে নিজ পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে করোনা মোকাবেলায় সর্তকতার সাথে নতুন বছরকে বরণ করার আহ্বান জানিয়ে বলেন, ২০২০ সাল আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে কিন্তু ২০২০ সালে যে মহামারি বাংলাদেশ সহ সারা বিশ্বে আক্রমন করেছে তা কিন্তু বিদায় নিচ্ছে না। তাই সবাইকে আরো বেশী সর্তক হয়ে এই মহামারীকে প্রতিরোধ করতে হবে।
সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের জনগণকে সুরক্ষা দিতে, জনগনের উচিত সরকার সেই অনুযায়ী সহযোগীতা করা। তিনি দেশী টুয়েন্টিফোর এর মাধ্যমে চট্টগ্রামের সকল ভোটারদের উদ্দেশ্যে বলেন আসছে ২৭ জানুয়ারী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে চট্টগ্রামকে একটি আধুনিক নগর গরে তুলতে সহযোগীতা করার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টারঃ মোঃ রুবেল