জনসচেতনতামূলক উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ নাগরিকদের সামুদ্রিক পরিবেশ দূষণমুক্ত রাখা ও কোভিড মহামারী সময়ে নিজেকে সুরক্ষিত রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয় । অনুষ্ঠানে Ocean Sustainability Club এর সদস্যবৃন্দ সকল স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে পরিবেশের ওপর প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব এবং একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে প্লাস্টিক দূষণ থেকে আমাদের পরিবেশকে রক্ষা করা যায় সে ব্যাপারে জনগণকে উৎসাহ প্রদান করে । অনুষ্ঠান শেষে ক্লাবের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন ফিরোজ মোস্তফা সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় এই ধরনের কার্যক্রমের প্রয়োজনীয়তা ও সমাজের অন্যান্য অংশিজনের সাথে নিজেকে সম্পৃক্ত করে ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে ক্লাবের তরুণ সদস্যদের পরামর্শ ও উৎসাহ প্রদান করেন।