দেশীয় সংবাদঃ নিঃস্বহ অসহায় মস্তিষ্ক বিকৃত মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের স্বাভাবিক জীবন ফিরয়েদিতে জীবন মান উন্নয়নে কাজ করা সংগঠন Love for lunatics ভবঘুরে (মানসিক বারসাম্যহীনদের জন্য ভালবাসা) সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আলমগীর বাদশার আয়োজনে ৫ ডিসেম্বর দুপুর ১১ টায় দাম পাড়া পুলিশ লাইন সিএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে উপ- পুলিশ কমিশনার আমেনা বেগম বিপিএম, (পদোন্নতি প্রাপ্ত) এর সাথে সমাজ কর্মী, মানবাধিকার কর্মী, ক্যাব নেতৃবৃন্দ,ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের জন প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর গভর্নর আমিনুলহক বাবু, সাধারন সম্পাদক আসাদুজ্জামান খান, চৌধুরী রিয়াদ, লায়ন মোঃ ইব্রাহীম, লায়ন ড মেজবাউদ্দীন তুহিন, ইয়াকুব মিয়া, হাজী মোঃ ইলিয়াছ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বন্দর থানা আওয়ামীলীগ, ৪০ নং ওয়ার্ড় আওয়ামীলীগের সহ সভাপতি ( শ্রমিক নেতা) মোঃ আলী, মোঃ আবুল কাসেম, প্রবাসি নিউজ লাইফ চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম,পরিচালক নাসির উদ্দীন মজুমদার, মানবাধিকার কর্মী শাজ্জাদ হোসেন সুমন, ক্যাব নেত্রী জান্নাতুল ফেরদৌছ, নারী নেত্রী ফারজানা আফরোজা আলম জেনিফার, শ্রমিক নেতা মোঃ কামাল উদ্দীন মেম্বার প্রমূখ।
শুভেচ্ছা বিনিময় শেষে আগত নেত্রী বৃন্দরা বলেন আলমগীর বাদশা কথিত পাগলের বন্ধু, কথাটি শুনতে খারাপ লাগলেও এটি সত্যি যে তিনি চট্টগ্রামের শহর থেকে শুরু করে পতেঙ্গা সি-বীচ পর্যন্ত রাস্তায় পড়ে থাকা মানসিক রোগীদের জন্য সাহায্যের পাশাপাশি তাদের স্বাভাবিক করার কাজ করে যাচ্ছে।
ভবঘুরের প্রতিষ্ঠাতা আলমগীর বাদশা বলেন, যারা মানসিক রোগী তাদের দেখার মতো সমাজে কাউকে দেখা যায়না, তাদেরকে পাগল বলেই সবাই পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু তাদের নিয়ে চিন্তা করলে তারাও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আমি তাদের সাথে যখনি সুযোগ পাই সময় ও সহযোগীতা দিয়ে যাবো।
প্রতিবেদক- মোঃ রুবেল।