শীতার্ত শিশুদের উষ্ণতার আবরণে পিবিসি

চট্টগ্রাম সংবাদঃ গত ২২ শে জানুয়ারি এই তীব্র শীতে একটু উষ্ণতার আবরণ ছড়িয়ে দিতে চট্টগ্রাম শহরের জনপ্রিয় বিদ্যাপীঠ পোর্ট সিটি আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের একঝাক তরুণ-তরুণী হাজির হয়েছিলো হাটহাজারীর, পশ্চিম মেখলে কিছু শীতবস্ত্র এবং শিক্ষা সামগ্রী উপহার নিয়ে।

“উষ্ণতার আবরণ” উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলার সহ-সভাপতি, হাটহাজারী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এবং নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফিরোজ চৌধুরী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন পিসিআইইউ বিবিএ ডিপার্টমেন্টের সিনিয়র প্রভাষক ও পিসিআইউ বিজনেস ক্লাবের কো-অর্ডিনেটর আতিকুর রহমান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কে এস নজুমিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান মো: বসিরুল হক শাহ রাজভিয়া আজিজিয়া মাদ্রাসার পরিচালক মৌলানা সৈয়দ মোহাম্মদ আবু তালেব, কাজীপাড়া আজিজিয়া আহমদিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি মোঃ সুমন।

সাথে আরো উপস্থিত ছিলেন, পিসিআইইউ বিজনেন্স ক্লাবের, ফাউন্ডার মেম্বার মো: আরিফ, প্রেসিডেন্ট মো: সাহাব উদ্দিন, জেনারেল সেক্রেটারি মো: আবরার শাহারিয়ার আকিব,ভাইস প্রেসিডেন্ট মো: শাহিন আলম, ফটোগ্রাফি উইং হেড মো: আমিনুল ইসলাম, এক্সিকিউটিভ মেম্বার ভলান্টিয়ার্স উইং মো: তানভীর,ফাইন্যান্স কো উইং হেড মো: নজরুল ইসলাম, এক্সিকিউটিভ মেম্ববার সোস্যাল ওয়েলফেয়ার ইউং মো: খালেদ, এক্সিকিউটিভ মেম্বার ডিজাইন উইং মো: ফাহিম।

প্রোগ্রাম সঞ্চালন করে সোস্যাল ওয়েলফেয়ার ইউং হেড মো: ফয়সাল বিন আজিম চৌধুরী, প্রোগ্রাম সবার উদ্দেশ্যে বক্তব্য রাখে প্রধান অতিথি, বিশেষ অতিথি, ফাউন্ডার মেম্বার,প্রেসিডেন্ট, সেক্রেটারী সহ অন্যান্য সদস্যবৃন্দ। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ছাত্রছাত্রী এবং সবার উদ্দেশ্য বলেন মানবব ধর্ম হচ্ছে সবচেয়ে বড় ধর্ম তাই আমাদের মানব সেবার মাধ্যমে সুন্দর একটি জাতি গঠন করতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। আমরা সু-সংগঠিত হলে সমাজ থেকে মাদক,সন্ত্রাসী, ইভটিজিং মুক্ত একটি সুন্দর দেশ গঠন করতে পারবো।

আমাদের উচিত সু-সংগঠিত হয়ে সামাজের জন্য কাজ করা এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেকে এবং দেশ এগিয়ে নিয়ে যাওয়া। পরিশেষে মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এতো সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার সুযোগ করে দেওয়া জন্য এবং বিজনেস ক্লাবের সকালে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই মহৎ কাজে উদ্যোগ নেওয়া জন্য।

এই উষ্ণতার আবরণ ইভেন্টের সম্পূর্ণ পরিচালনায় দায়িত্ব ছিলেন ডিজাইন কো উইং হেড মো: আমানত উল্লাহ রোকন, এক্সিকিউটিভ মেম্বার ডিজাইন ইউং-মো: জিয়াউল হক রাশেদ, ফাইন্যান্স কো উইং হেড মো: নজরুল ইসলাম, এক্সিকিউটিভ মেম্বার ভলান্টিয়ার্স উইং মো: তানভীর মোরসালিন, সোস্যাল ওয়েলফেয়ার ইউং হেড মো: ফয়সাল বিন আজিম চৌধুরী, সোস্যাল ওয়েলফেয়ার ইউং কো হেড প্রান্ত শাহা, ভলান্টিয়ার্স কো ইউং হেড রাজিব দে।

প্রেস বিজ্ঞপ্তি…

Comments (0)
Add Comment