জ্যোৎস্নায় রাঙালো চট্টগ্রাম

‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো’ এই গানে মুখোর হয়ে উঠে চট্টগ্রামের লালদীঘি প্রাঙ্গণ। লালদীঘির জলে নামা জোছনায় চট্টগ্রামে হলো “জ্যোছনা উৎসব” । পাহাড় আর নদী ঘেরা নৈসর্গিক লীলাভূমি চট্টগ্রাম সময়ের পালাবদলে রূপ নিয়েছে ইট-পাথরের শহরে । দালানে দালানে ভরে গেলেও এখনো এই শহরে কর্ণফুলির জলে নামে জোসনার ঢল। চাঁদনি রাতের জোছনা খেলা করে কর্ণফুলির কূলে।

নগরবাসীকে জোছনা রাতের আলোয় রাঙাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন নিলেন এক ব্যতিক্রমী উদ্যোগ । আলোর প্রতিকে ফানুস উড়িয়ে নগর জীবনে এনে দেন বর্ণালি ধারা। সুজনের এমন নান্দনিক আয়োজনে মুগ্ধ হলেন নগরবাসী।

গতকাল আবৃত্তি শিল্পী কঙ্কন দাশের উপস্থাপনায় এবং কাপাসগোলা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের পরিবেশনায় ‘তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ গানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।  ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো’ এবং ‘কর্ণফুলীর সাম্পান মাঝি আমার মন’- এমন সব দারুণ গানে দর্শক মাতালেন চট্টগ্রামের উদীয়মান শিল্পীরা। শিল্পীদের পরিবেশনায় কানায় কানায় পূর্ণ হলো দীঘির চর্তুপাশ।

গান পর্বের শেষে উৎসবের প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে মঞ্চে হাজির হন প্রশাসক খোরশেদ আলম সুজন। বক্তব্যে ‍উপমন্ত্রী নওফেল সুজনের বক্তব্যকে উদ্ধৃত করে বলেন, ‘আমাদের প্রশাসক খোরশেদ আলম সুজন যথার্থই বলেছেন, চট্টগ্রাম শহরকে বলা হয় বানিজ্যের শহর, অর্থনীতির শহর। এই শহরের মানুষকে বানিজ্যে আর দালানের ভীড় থেকে বাহিরে এনে গ্রামীণ পরিবেশে সুজন উপহার দিলেন জোছনা ভরা আয়োজন।

এ সময় মঞ্চে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম মোহিত উল আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তারও ছিলেন।

প্রশাসক সুজন বলেন, এই প্রথম চট্টগ্রামে জ্যোৎস্না উৎসবের আয়োজন করেছি যেন লালদিঘীর পাড়ে দাঁড়িয়ে শহরের মানুষ জোছনা উপভোগ করতে পারে। শহরের মানুষের প্রাণে জোছনার আলো ছড়িয়ে পড়ুক। আমি আশা করছি, মেয়র নির্বাচিত হয়েছেন উনাকে প্রাণঢালা অভিনন্দন। আমি মনে করি চট্টগ্রামের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য তিনি এগিয়ে নিয়ে যাবেন’।

Comments (0)
Add Comment