‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো’ এই গানে মুখোর হয়ে উঠে চট্টগ্রামের লালদীঘি প্রাঙ্গণ। লালদীঘির জলে নামা জোছনায় চট্টগ্রামে হলো “জ্যোছনা উৎসব” । পাহাড় আর নদী ঘেরা নৈসর্গিক লীলাভূমি চট্টগ্রাম সময়ের পালাবদলে রূপ নিয়েছে ইট-পাথরের শহরে । দালানে দালানে ভরে গেলেও এখনো এই শহরে কর্ণফুলির জলে নামে জোসনার ঢল। চাঁদনি রাতের জোছনা খেলা করে কর্ণফুলির কূলে।
গতকাল আবৃত্তি শিল্পী কঙ্কন দাশের উপস্থাপনায় এবং কাপাসগোলা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের পরিবেশনায় ‘তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’ গানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে উছলে পড়ে আলো, ও রজনীগন্ধা তোমার গন্ধসুধা ঢালো’ এবং ‘কর্ণফুলীর সাম্পান মাঝি আমার মন’- এমন সব দারুণ গানে দর্শক মাতালেন চট্টগ্রামের উদীয়মান শিল্পীরা। শিল্পীদের পরিবেশনায় কানায় কানায় পূর্ণ হলো দীঘির চর্তুপাশ।
এ সময় মঞ্চে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এম মোহিত উল আলম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তারও ছিলেন।