চট্টগ্রামের মীরসরাইয়ে নির্মিত হচ্ছে দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল “বঙ্গবন্ধু শিল্পনগর” । ম্যানগ্রোভ বনাঞ্চল আর চরের বিশাল এলাকা জুড়ে চলছে মেরিনড্রাইবসহ আলাদা আলাদা প্রকল্পের কাজ। বঙ্গবন্ধু শিল্পনগরের ১০০ একর জমিতে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন-নয়নাভিরাম ‘শেখ হাসিনা সরোবর’। আর এ সরোবরের পাড়ে নির্মিত হবে দুটি আন্তর্জাতিক মানের পাঁচতারকা হোটেল ও একটি রিসোর্ট। একই সাথে থাকবে বিনোদনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা। এখানে গড়ে তোলা হবে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র ও ফোয়ারা। থাকবে দেশি-বিদেশি পর্যটকদের জন্য আলাদা ব্যবস্থাপনা। এ্ররই মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় শেষ হয়েছে ৫০ ভাগ। এখানে পরপর দুটি সরোবর গড়ে তোলা হবে ১০০ একরে।
ইকোনোমিক জোনকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে বিভিন্ন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের কাজ। গড়ে উঠছে ছোট-বড় নানান স্থাপনা, পিচঢালা পথ ও ভাঙন-প্রতিরোধী বাঁধ। প্রকল্পের জন্য স্থাপন করা হচ্ছে আলাদা বিদ্যুৎ কেন্দ্র। নির্মাণ করা হবে জাহাজ টার্মিনাল। স্থাপন করা হচ্ছে সুপেয় পানি সরবরাহে গভীর নলকূপ। সম্প্রতি জলোচ্ছাস ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় তৈরী হয়েছে সুউচ্চ বেড়িবাঁধ ও সুইচগেইট।
আলাদা যোগোযোগ ব্যবস্থার জন্য দ্রুতবেগে কাজ চলছে বঙ্গোপসাগরের তীর হয়ে মেরিনড্রাইভ সড়কের । প্রকল্প এলাকায় যাতায়াতে ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে চার লেনের ১০ কিলোমিটারের সংযোগ সড়কসহ অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে মালামালা আনা-নেওয়ার জন্য এ সড়ক সংযুক্ত হবে মিরসরাই ইকোনোমিক জোনে। নির্মাণ করা আলাদা স্থল বন্দর। এই শিল্পনগরের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে ১৫ থেকে ২০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। উন্মোচিত হবে সম্ভাবনার নতুর দ্বার। বেগবান হবে দেশিয় অর্থনীতির চাকা।