ওয়ানডে সিরিজে টাইগাররা ফিরেছে নতুন ছন্দে । সিরিজে টাইগাররা ধারাবাহিক বিজয় নিয়ে ফিরলেও টেষ্টে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের ভিন্ন চেহারা। প্রস্তুতি ম্যাচে ক্রেইগ ব্র্যাথওয়েটের দলের পারফরমেন্স দেখে এমনটাই জানালেন ক্রিকেট বোদ্ধারা।
স্বাগতিক দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের এই পারফরমেন্সকে কিভাবে দেখছেন নির্বাচকরা? আজ রোববার সে প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘অভিজ্ঞতার দিক থেকে ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেয়ে এগিয়ে।’ সুতরাং, আমাদের সেটা মাথায় রেখে মাঠে নামতে হবে।
আমাদেরকে সেরা খেলাটাই খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ টিম কেমন খেলবে সেটা ব্যপার না। আমরা ওয়ানডে সিরিজের মতো সামর্থ্যের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ওয়ানডে সিরিজে ভালো একটা রেজাল্ট নিয়ে আমরা মাঠ ছাড়তে পেরেছি, ঠিক টেষ্টেও আমরা ক্যারিবীয়দের বিপক্ষে বিজয় নিয়ে ফিরবো, এমনটাই আশা টাইগারদের।