কাজের মধ্যমেই সমালোচনার জবাব দিবো- মেয়র রেজাউল করিম

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে মন্তব্য করায় নবনির্বাচিত চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন,নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা হলো ‘অর্বাচীন বালক’ । গত রোববার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটের মেয়রের নিজ বাসভবনে কাদের মির্জার মন্তব্যের বিষয়ে তিনি এসব কথা বলেন।

রেজাউল করিম বলেন, কাদের মির্জা যে অহেতুক মন্তব্য করলেন এটা স্রেফ অর্বাচীন বালকের প্রলাপ মতোই কাজ করলেন। আমাকে কে কী বলবে না বলবে সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। কাজের মাধ্যমেই প্রমাণ করে দেব চট্টগ্রামের মেয়র কী জিনিস। আমি কাজ করেই মানুষের পাশে থাকবো। কেউ আমাকে দোয়া করুক কিংবা গালি দিক এতে আমার কিছু আসে যায় না।

ঘটনাক্রমে, গত ২৭ জানুয়ারি  নোয়াখালির বুসুরহাটে এক সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র আবদুল কাদের মির্জা চট্টগ্রামের মেয়র নির্বাচন নিয়ে বিরুপ মন্তব্য করেন। আবদুল কাদের মির্জার সেই বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। এই ভিডিও নিয়ে দেশব্যাপী নানা সমালোচনার ঝড় উঠে।

বুসুরহাটে এক সংবর্ধনা অনুষ্ঠানে আবদুল কাদের মির্জা বলেন, চট্টগ্রামের নির্বাচন সুষ্ঠু হয়নি। চট্টগ্রাম সিটি নির্বাচনে মায়ের বুক খালি হয়েছে। বিভিন্ন কেন্দ্রে জোর করে ইভিএম ব্যবহার করে একজন প্রার্থীর পক্ষে ভোট নিয়েছে। এই ধরনের আপত্তিকর মন্তব্য করেন।

এ বিষয়ে রেজাউল করিম বলেন, আমি বঙ্গবন্ধুর সময়র রাজনীতি করা লোক, ১৯৬৬ সাল থেকে রাজনীতি করে বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজকের এই সময়ে এসে উপস্থিত হয়েছি। জীবনে অনেক কিছু দেখেছি , বঙ্গবন্ধুর সময় থেকে অনেক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমাকে নিয়ে কে কী বলবে, এটা নিয়ে আমার মাথাব্যথা নাই। আমি চট্টগ্রাম নগররীর মানুষকে সাথে নিয়েই আগামীর সমৃদ্ধ ও পরিকল্পিত নগরী উপহার দিবো। কাজের মধ্যমেই সকল সমালোচনার জবাব দিবো।

Comments (0)
Add Comment