করোনাকাল শেষ না হতেই দেশে ক্যারিবিয়দের বিপক্ষে দাপুটে ইনিংস শুরু করেছে বাংলাদেশের জাতীয় পুরুষ ক্রিকেট দল। এরই মধ্যে ঘোষণা এলো মার্চে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং নারী দল।
আগামী ২৮ মার্চ ঢাকায় পা রাখবে প্রোটিয়া দল। বাংলাদেশ ইমার্জিং নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। সবগুলো ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সোমবার সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম ওয়ানডে ৪ এপ্রিল। ৬ এপ্রিল দ্বিতীয় এবং ৮ এপ্রিল তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে। সিরিজের শেষ দুটি ম্যাচ ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো খেলাই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
সিলেটে পৌঁছেই একবার করোনা টেস্ট দিতে হবে প্রোটিয়াদের। ২৯ থেকে ৩১ মার্চ তিনদিন থাকতে হবে কোয়ারেন্টাইনে। তারপর আরও একবার করোনা পরীক্ষা হবে। সেখানে পাস করা ক্রিকেটাররা অনুশীলন করবেন টানা তিনদিন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ এপ্রিল চতুর্থ ওয়ানডের পর ফের করোনা টেস্ট করানো হবে। ১৩ এপ্রিল পঞ্চম ওয়ানডে শেষ করে পরের দিন ঢাকায় এসে সরাসরি দক্ষিণ আফ্রিকায় ফিরবে সফরকারী প্রোটিয়া টিম।