কাইল মায়ারসের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ জেতানো ডাবল সেঞ্চুরির ইনিংসটি ভোলা সম্ভব নয় কোন ভাবেই। টেস্ট অভিষেকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মায়ারস। বাকরুদ্ধ এই ম্যাচে মাথায় ৩৯৫ রানের পাহাড় নিয়ে ২০ চার ও ৭ ছয়ের মারে ৩১০ বলে ২১০ রানের অবিস্মরণীয় এক ইনিংস খেলেছেন মায়ারস। মায়ারসের রানেই জয় নিয়ে মাঠ ছাড়লো ক্যারিবিয়ানরা।
ক্যারিবিয়ানদের জয়ে মায়ারস ছাড়াও বড় অবদান ছিল এনক্রুমাহ বোনারেরও। চতুর্থ উইকেটে এ দুই অভিষিক্ত ব্যাটসম্যান মিলে যোগ করেন ২১৬ রান। যা কি না টেস্ট ইতিহাসে দুই অভিষিক্ত ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডে পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে ক্যারিবীয়রা।
বাংলাদেশ ও ওয়েষ্ট ইন্ডিজের এই ম্যাচে এশিয়ার মাটিতে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটাও নিজের করে নিয়েছেন মায়ারস। এশিয়ার মাঠে সবাইকে ছাড়িয়ে এবার চট্টগ্রামে মায়ারস করলেন অপরাজিত ২১০।একইসাথে টেস্ট ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন মায়ারস।