বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শপথের আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সরকারপ্রধান শেখ হাসিনা। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর কাছে শপথ পাঠ করেন চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী।
শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত এই শপথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলামের কাছে শপথ নেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত ৪০ জন কাউন্সিলর এবং ১৪ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের জনসম্পৃক্ত হয়ে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে আপনাদেরকেই ভূমিকা রাখতে হবে।