বসন্ত নিয়ে বাঙালির মনে লাগে নতুন আমেজ। জরাজীর্ণ প্রকৃতিতে পাতা ঝরা শীতের পর বসন্তের আগমন সাজিয়ে দেয় নতুন রুপে। প্রকৃতিতে লেগে থাকে বসন্তের ছোঁয়া। ঋতুর রাজা বসন্ত মানুষের মনে জাগায় অপার সম্ভাবনা।। বসন্তকে নিয়ে কবি-সাহিত্যিকরা লিখেছেন অসংখ্য গান-কবিতা। বসন্তের গানে মাতোয়ারা বাঙালির বসন্ত বন্দনা-
বসন্তের উন্মাদনায় বাতাসে ভাসে কোকিলের কুহুতান। মাতাল হাওয়ায় কুসুম বনে বনে ভেসে বেড়ায় কুকিলের সুর। মৌমাছিদের ডানায় উঠে বসন্তের গুঞ্জন। পাতাঝরা বৃক্ষে জাগে নতুন মুকুল। কোকিলের কুহুতান আর ফুলের সৌরভ জানান দিচ্ছে শীতের শেষে নব রূপে আসে বসন্ত।