টার্গেট ২৩১ জয়ের স্বপ্নে মাঠে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ১১৭ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। ২৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগারদের সবশেষ সংগ্রহ বিনা উইকেটে ২৮ রান। আবু জায়েদ রাহি, তাইজুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয়দের লিড দাঁড়িয়েছে ২৩০ রানের, ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৩১ রান।
মিরপুরে ৩ উইকেটে ৪১ রান নিয়ে দিন শুরু করে সফরকারীরা। ৯ রান যোগ হতে আবু জায়েদের এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিক্যান। কাইল মেয়ার্স জায়েদের দ্বিতীয় শিকার। এরপর তাইজুলের ঘূর্ণিতে একে একে ফেরেন জারমেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা ও আলজারি জোসেফ। সর্বোচ্চ ৩৮ রান করা এনক্রুমাহ বোনার, নাঈমের শিকার। মাত্র ১১৭ রানে অল আউট হয় ক্যারিবিয়রা।