উপস্থিত জনতারা জানান, সকাল থেকে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিলে দুপুর নাগাদ তা গোলাগুলিতে রূপ নেয়। শুরু হয় দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া। ঘটনায় নিহত ও হতাহতের সংখ্যা বাড়লে বিক্ষুব্ধ কর্মীরা পটিয়া আনসার ভিডিপি ক্যাম্পে অগ্নিসংযোগ করে।
সংঘর্ষের পরই দুই কাউন্সিল পদপ্রার্থী আবদুল মান্নান ও সরোয়ার কামাল রাজিবকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবদুল মাবুদ। এরই মধ্যে ওই এলাকায় পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।
জানা যায়, পৌরসভা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ওই কেন্দ্রের সামনের তিনটি দোকান ও একটি আনসার ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।