মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় আট লাখ রোহিঙ্গা। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।
এর আগে আরও তিন দফায় ভাসানচরে নেয়া হয় রোহিঙ্গাদের। গত বছরের ৪ ডিসেম্বর প্রথম দফায় ভাসানচরে নেয়া হয় এক হাজার ৬শ ৪২ রোহিঙ্গা শরণার্থীকে। পর্যায়ক্রমে টেকনাফ-উখিয়া থেকে প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করার প্রক্রিয়া চালাচ্ছে সরকার।