ফের ভাসানচরে নেয়া হচ্ছে দুই হাজার রোহিঙ্গা।

ফের ভাসানচরে নেয়া হচ্ছে দুই হাজার ১২ জন রোহিঙ্গা। কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম থেকে যাত্রা করবে নৌ বাহিনীর জাহাজ। পাঁচটি জাহাজে রোহিঙ্গাসহ মোট ১২টি জাহাজের বহর যাচ্ছে ভাসানচরে। গতকাল কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্প থেকে ৩৭টি বাসে করে চট্টগ্রাম আনা হয় তাদের।

মিয়ানমারে হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় আট লাখ রোহিঙ্গা। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

এর আগে আরও তিন দফায় ভাসানচরে নেয়া হয় রোহিঙ্গাদের। গত বছরের ৪ ডিসেম্বর প্রথম দফায় ভাসানচরে নেয়া হয় এক হাজার ৬শ ৪২ রোহিঙ্গা শরণার্থীকে। পর্যায়ক্রমে টেকনাফ-উখিয়া থেকে প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করার প্রক্রিয়া চালাচ্ছে সরকার।

Comments (0)
Add Comment