ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ফরিদ আহমদ জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বিস্তারিত পরে জানা যাবে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের লেলিহান শিখা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ায় রেলবিটের বস্তিটি পুড়ে যায়। অগ্নিকাণ্ডের পর নওশাদ নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আগুন লাগার সময় তিনি ঘর থেকে বের হতে পারেননি।
বস্তি এলাকার একটি ভাঙ্গারির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।