সোমবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত এবং অ্যাস্ট্রাজেনেকা ও সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি তুলনামূলক কম মূল্যের করোনা টিকার অনুমোদন দিয়েছি আমরা।
যুক্তরাষ্ট্র সময় সোমবার জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থাটি দ্বিতীয় টিকা হিসেবে অক্সফোর্ডের টিকার অনুমোদন দিল। এর আগে গত ৩১ ডিসেম্বর ডব্লিউএইচও ফাইজার-বায়োএনটেক টিকার অনুমোদন দিয়েছিল।
ডব্লিউএইচও-এর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস এক সংবাদ ব্রিফিংয়ে বলেন,আমরা টিকা উৎপাদনকারীদের কাছ থেকে মূল্যায়নের জন্য তাদের টিকা বিষয়ক তথ্য ডব্লিউএইচও-এর কাছে দাখিল করার আহ্বান অব্যাহত রাখবো। ধীরে ধীরে আরও টিকার অনুমোদন দেওয়া হবে।