নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলকে ইংরেজি ও অন্যান্য ভাষা সরিয়ে বাংলা লেখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ নির্দেশনা অমান্য করলে আইনের আওতায় আনা হবে।
চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। জিইসি মোড়, কাজির দেউরি, এমএ আজিজ স্টেডিয়াম, জামাল খান ও চকবাজারে অভিযান পরিচালিত হয়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, রেজওয়ানা আফরিনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।