এপ্রিলেই শুরু হবে দ্বিতীয় ধাপে টিকার কার্যক্রম

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী আগামী ৭ এপ্রিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী বলেন, আমরা চিন্তা-ভাবনা করছি, বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। আলোচনা করে সামনে যতটুকু সরবরাহ হবে সেটার ওপরই আমাদের কার্যক্রম নির্ভর করবে।’

গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী গণ টিকাদান কর্মসূচি শুরু হয়। টিকা গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে এখনো তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। যারা টিকা নিয়েছেন এ সবাই স্বাভাবিক ও সুস্থ আছেন।

এদিকে, ভারত থেকে করোনা টিকার দ্বিতীয় চালান দেশে এসেছে। রাত সাড়ে ১২টার দিকে কোভিশিল্ড টিকার ২০ লাখ ডোজ বিমানবন্দরে এসে পৌঁছায়। ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা তিন কোটি ডোজের দ্বিতীয় চালান এটি। এপ্রিলেই দ্বিতীয় ধাপে টিকার কার্যক্রম শুরু করা হবে।

Comments (0)
Add Comment