ঝাউতলা রেল লাইন বস্তিতে যুব সমাজের উদ্যোগে মাহফিল সম্পন্ন

দেশীয় সংবাদঃ ঝাউতলা রেল লাইন বস্তিতে যুব সমাজের উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত।

মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মোঃ জামাল উদ্দীন এর পরিচালনায় মো: শাহিন, মো: সুজন এর তদারকি ও বস্তিবাসীর সার্বিক সহযোগীতায় ইসলামি জীবন গড়ার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন শাইখুল হাদিস হযরত মাওলানা আলী ওসমান সাহেব। প্রধান বক্তা মুফতি আব্দুর রহমান বেতাগী, বিশেষ বক্তা হযরত মাওলানা হাফেজ আরিফুর রহমান, হযরত হাফেজ মাওলানা হেলাল উদ্দীন রশেদী ও হযরত মাওলানা মুফতি আরিফুদ্দীন।

মাহফিলে বর্তমান সমাজে যুবকদের সামাজিক অবক্ষয় হওয়ার পিছনে কারন হিসেবে উলেখ্য করে বক্তারা বলেন তরুন সমাজ আজ ইসলাম থেকে দূরে – আল্লাহর রাসূলের দেখানো পথে চলতে হবে আমাদের সবাইকে, তবেই সুন্দর সুশীল সমাজ কায়েম হবে। মানুষের প্রতি মানুষের মহব্বত তৈরী করতে হলে অবশ্যই ইসলামিক আদর্শে নিজের জীবন গড়ে তুলতে হবে।

মাহফিল শেষে সমাজ, দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত ও তবারুকের ব্যবস্থা করা হয়।

Comments (0)
Add Comment