গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (কনফিডেন্সিয়াল) মোহাম্মদ আবদুল্লাহীল বাকী স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়। পুলিশ সদস্যদের এক জেলা থেকে অন্য জেলায় মোটরসাইকেলে করে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ পুলিশ সদরদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে পুলিশ সদস্যরা প্রায়ই সরকারি বা ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে করে এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছেন। এতে করে অনেক ক্ষেত্রে তারা সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত বা নিহত হচ্ছেন। এমতাবস্থায় সরকারি কাজে বা ছুটিতে কিংবা ব্যক্তিগত কাজে মোটরসাইকেল করে এক জেলা থেকে অন্য জেলায় না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
নির্দেশনায় আরো বলা হয়, এই নির্দেশ অমান্য করলে এটিকে মারাত্মক আইনশৃঙ্খলা পরিপন্থি আচরণ হিসেবে গণ্য করবে পুলিশ প্রশাসন। এক্ষেত্রে পুলিশ সদস্যদের গণপরিবহন ব্যবহারের অনুরোধ করা হলো। ইউনিট প্রধানরা এই সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করবেন।