ছবিটি চট্টগ্রামের মিরসরাই পৌর সদর থেকে তোলা।
দেশব্যাপী ৫৬০ টি মডেল মসজিদের ও ইসলামি কালচারাল সেন্টারের নির্মাণ কাজ এগিয়ে চলছে পুরোদমে। এমন মসজিদ নির্মিত হচ্ছে দেশের সব উপজেলায়। চট্টগ্রামের মিরসরাই সদর উপজেলার গিয়ে দেখা যায় দ্রুতবেগে কাজ এগিয়ে চলছে। সরকারের নিজস্ব অর্থায়নে এ প্রকল্পে খরচ হচ্ছে ৮ হাজার ৭২২ কোটি টাকা।
প্রতিটি মডেল মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা ছাড়াও থাকবে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। জেলা সদরে নির্মিত মসজিদগুলো হচ্ছে চারতলা এবং উপজেলায় হচ্ছে তিনতলা কমপ্লেক্স। এর মধ্যে নারী ও পুরুষের জন্য পৃথক অজুর স্থান, লাইব্রেরি ও গবেষণাকেন্দ্র, শিশু শিক্ষা, বিদেশি পর্যটকদের আবাসন, অতিথিশালা, হজযাত্রীদের নিবন্ধনকেন্দ্র ও ইমামদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকবে। এটি দেশের ইতিহাসে সর্বপ্রথম ভিন্ন ধরণের প্রকল্প।
২০২১ সালের ১৭ মার্চের আগেই ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করতে চায় গণপূর্ত। ৫০টি মসজিদের মধ্যে ঢাকা বিভাগের সাভার, ফরিদপুরের মধুখালী, কিশোরগঞ্জের কুলিয়ারচর, পাকুন্দিয়া ও কটিয়াদি, মানিকগঞ্জের শিবালয়, রাজবাড়ী সদর, শরীয়তপুর সদর ও গোসাইরহাট উপজেলা রয়েছে।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা সদর, মিরসরাই, লোহাগাড়া ও সন্দ্বীপ, কুমিল্লা দাউদকান্দি, খাগড়াছড়ির পানছড়ি এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মসজিদের কাজ সম্পন্ন হওয়ার পথে।
এর বাইরে রংপুর বিভাগের দিনাজপুরের খানসামা ও বিরল, লালমনিরহাটের পাটগ্রাম, পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ, রংপুরের জেলা ও উপজেলা সদর, মিঠাপুকুর, পীরগঞ্জ ও বদরগঞ্জ এবং ঠাকুরগাঁওয়ের হরিপুর।
ময়মনসিংহ বিভাগের জামালপুর সদর উপজেলা এবং ময়মনসিংহের তারাকান্দা ও গফরগাঁও উপজেলার মসজিদ মার্চে উদ্বোধন করা হবে। বরিশাল বিভাগের ভোলা সদর ও ঝালকাঠির রাজাপুরে উপজেলার মডেল মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে।