নিউজিল্যান্ডের কন্ডিশনে সিরিজ জয় মোটেও সহজ হবে না মানছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিমিং কন্ডিশনে কঠিন পরীক্ষা দিতে হবে ব্যাটসম্যানদের। তাই তাসমান পাড়ে টাইগারদের সেরাটা দেয়ার বিকল্প নেই বলে মনে করেন মিরাজ।
সদ্য শেষ হওয়া উইন্ডিজ সিরিজে নেই কোন অর্জন। প্রাপ্তির খাতায় যে কয়টা নাম সেখানে মেহেদী মিরাজ অনন্য। স্পিনার মেহেদীকে ছাপিয়ে সেই পুরনো ব্যাটসম্যানের তকমায় ফেরেন এই টাইগার, যেমনটা ছিলেন যুব দলে।
সিরিজে সেঞ্চুরির পাশাপাশি আছে ফিফটি। যা বাড়তি প্রেরণা সামনের পথচলায়। কিন্তু নিউজিল্যান্ডের সিমিং কন্ডিশনে ব্যাটসম্যান হিসেবে কতটা ভোগাতে পারবেন স্বাগতিক বোলারদের? তাসমান পাড়ে নানা সময়ে দাঁড়াতে পারেনি টাইগাররা।
ব্ল্যাকক্যাপদের মাটিতে তিন ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। জয়-পরাজয় পরের ব্যাপার, ভালো ক্রিকেট খেলতে প্রত্যয়ী বাংলাদেশ। টাইগারদের প্রত্যাশা জয় নিয়ে মাঠ ছাড়ার।