মিরসরাই পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী নুর মোহাম্মদের প্রার্থিতা বাতিল হওয়ায় আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। এই পৌরসভায় ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডের মোট ভোটার ১২ হাজার ৮৫৫ জন। এদের মধ্যে পুরুষ ছয় হাজার ৪৪২ জন ও মহিলা ভোটার ছয় হাজার ৪১৩ জন। ৩৮টি বুথে ভোটগ্রহণ চলছে।
উপজেলার বারইয়ারহাট পৌরসভার ১নং ও ৫ নং ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। জীবনে প্রথম ভোট দিতে আসা শারমিন আক্তার জানান, এই প্রথম ইভিএমে দিয়েছি। সকালে সবাই দলবদ্ধভাবে ভোট দিতে আসছেন। ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরে আনন্দিত ভোটাররা।
বারইয়াহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়রপ্রার্থী রেজাউল করিম খোকন ও বিএনপির মেয়র প্রার্থী দিদারুল আলম মিয়াজি। সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ জন ও সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাত নারী প্রার্থী। এখানকার ৯টি ওয়ার্ডের মোট ভোটার আট হাজার ৬৫৫ জন। পুরুষ চার হাজার ৫৯৪ জন ও নারী ভোটার চার হাজার ৬১ জন। মোট ৯টি কেন্দ্রের ২৭টি বুথে ভোটগ্রহণ চলছে।
বারৈয়ারহাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। সব কেন্দ্রেই নির্বাচন চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে, চট্টগ্রাম সিটি করপোরেশনের স্থগিত হওয়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে নির্বাচন শুরু হয়েছে। এই ওয়ার্ডে চার জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত মাসের ২৭ তারিখে হয়ে যাওয়া চট্টগ্রাম সিটি নির্বাচনে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়েছিল। আজ সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়েছে।