দীর্ঘদিন ধরে তিনি ফুসফুস ও কিডনির জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বেলা ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচটি ইমামের প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। পরে দুপুর সাড়ে বারোটার দিকে তার মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সবার শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে রাখা হবে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত।
বাদ আসর গুলশান মসজিদে হবে তার দ্বিতীয় জানাজা। দাফন করা হবে বনানী কবরস্থানে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।