ঢাকায় ২য় সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ২য় সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী। আজ বৃহস্পতিবার (৪ মার্চ)  ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর চূড়ান্তের লক্ষ্যে এই সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ মার্চ) সকাল ১০টা নাগাদ বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন জয়শঙ্কর। এরপর তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে জয়শঙ্করের।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মোমেন-জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকা-নয়া দিল্লির মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার টেবিলে রাখবে ঢাকা। বিশেষ করে সীমান্ত হত্যা, তিস্তাসহ ছয়টি অভিন্ন নদীর পানিবণ্টন, রোহিঙ্গা ইস্যু, যোগাযোগ, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতাসহ কোভিড পরবর্তী সহযোগিতার বিষয়গুলো আলোচনার তালিকায় থাকবে।।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মার্চ ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। তার এ সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে।

বাংলাদেশভারত
Comments (0)
Add Comment