শিরোপার লড়াইয়ে ফাইনালে মেসিরা

কোপা দেলরের ফাইনালে বার্সালোনা। সেভিয়াকে সেমিফাইনালে ৩-০ ব্যবধানে হারিয়ে শিরোপার লড়াইয়ে ফাইনালে মেসিরা। দিনচারেক আগে লিগ ম্যাচে এই সেভিয়াকেই ২-০ গোলে হারিয়েছিলেন মেসিরা।

আগের ম্যাচের মতো বার্সা এদিনও নেমেছিল ৩-৫-২ ছক নিয়ে। পরিবর্তন ছিলনা কোনো। তবে লিগের সেভিয়া ম্যাচের সঙ্গে এদিনের পার্থক্যটা ছিল, সেদিন সেভিয়া অফ দ্য বলে কিছুটা ত্রাস ছড়িয়েছে বার্সা রক্ষণে। এদিন ইউলেন লোপেতেগির দলের পুরো মনোযোগটা ছিল নিজেদের রক্ষণেই।

উসমান দেম্বেলের কল্যাণে ১২ মিনিটে পেয়ে যায় মহামূল্য প্রথম গোলটাও। দেম্বেলেকে বলটা ছেড়ে বক্সে ঢুকে পড়েছিলেন মেসি, তবে সেভিয়ার জমাট রক্ষণ এরপর আর পাস বাড়ানোর সুযোগ দেয়নি ফরাসি উইঙ্গারকে। তবে শটটা করার স্পেস ঠিকই পেলেন, বক্সের বাইরে থেকে তার আচমকা শট সেভিয়া রক্ষণ আর গোলরক্ষক থমাস ভাচলিককে হতবাক করে আছড়ে পড়ে জালে।

এর মিনিট চারেক পর ডিফেন্ডার অস্কার মিনগেসার ভুলে পেনাল্টি হজম করে কাতালানরা। আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস ওক্যাম্পোসের শটটা ঠেকিয়ে বার্সাকে লড়াইয়ে টিকিয়ে রাখেন মার্ক আন্দ্রে টের স্টেগেন।

সেভিয়াকে এরপর বার্সা বেশ চাপেই রেখেছে। কিন্তু গোলের দেখা আর পাননি মেসিরা। তবে ৩-০ গোলের জয়ে ততক্ষণে শিরোপার লড়াইয়ে ফাইনালে মেসিরা।

কোপা-দেলরেবার্সালোনা
Comments (0)
Add Comment