আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় নৌবাহিনীর ৫টি জাহাজ স্বেচ্ছায় স্থানান্তরিত হতে ইচ্ছুক বাংলাদেশে আশ্রিত এ রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের বোট ক্লাবের জেটি ছেড়ে যায়।
রোহিঙ্গাদের চট্টগ্রাম থেকে ভাসানচরে নিয়ে যাওয়ার সাথে সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুরের পর রোহিঙ্গাদের বহনকারী জাহাজটি ভাসানচরে পৌঁছালে প্রথমে তাদের নেওয়া হবে বেজ ক্যাম্পে। সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে তাদের জন্য নির্ধারিত ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে।