প্রথম ক্রিকেটার হিসেবে চলতি পিএসএলে করোনাক্রান্ত হন অস্ট্রেলিয়ান স্পিনার ফাওয়াদ আহমেদ। এরপর সম্প্রতি তিন বিদেশী ক্রিকেটার আর এক সাপোর্ট স্টাফের করোনাক্রান্ত হন। এরপর খবর আসে, একাধিক দলে করোনা শনাক্ত হয়েছে, যে কারণে সবাইকে চলে যেতে হচ্ছে ১০ দিনের ব্যক্তিগত আইসোলেশনে। ফলে অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করে দেওয়ারই সিদ্ধান্ত নেয় পিসিবি।
এবার ১৪ মাচ হতেই বন্ধ হলো (পিএসএল)। প্লে-অফ ও ফাইনালসহ বাকি রয়েছে আরও ২০টি ম্যাচ। কিন্তু করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭-এ পৌঁছে যাওয়ায় অনির্দিষ্টকালীন সময়ের জন্য পিছিয়ে দেয়া হয়েছে টুর্নামেন্টের বাকি সব খেলা।