করোনা ঝুকিতে পরিত্যাক্ত হলো চট্টগ্রামে আয়ারল্যান্ড এ দলের সঙ্গে বাংলাদেশ ইমার্জিং দলের আনঅফিশিয়াল ওয়ানডে ক্রিকেট ম্যাচটি।
গত বুধবার দুই দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হলেও আয়ারল্যান্ডের ক্রিকেটার রোহান প্রিটোরিয়াসের করোনা পজেটিভ হওয়ার খবর আসে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা চলাকালিন বেলা ১১টার পর। এর পরপরই তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়। খেলা সাময়িক বন্ধ থাকলেও তখনো মাঠে ছিলেন ক্রিকেটাররা। পরে ম্যাচ পরিত্যাক্ত ঘোষনা করলে সবাই মাঠ ছাড়েন।
চট্টগ্রামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুতে আজ টসে জিতে বাংলাদেশ ইমার্জিং দলকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড এ দল। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ দল ৪ উইকেটে করে ১২২ রান। এ সময় তৌহিদ ৪৪ আর শামীম ২২ রান নিয়ে ব্যাটিং করছিলেন। আক্রান্ত ক্রিকেটার রোহান প্রিটোরিয়াস ৪ ওভার বোলিং করে ১টি উইকেট নেন।