বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশন ( বিএইচ আর এফ) কক্সবাজার জেলা কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা গত ১ মার্চ সোমবার বিকেল ৩:০০ টায় কক্সবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে ও এডভোকেট সাকী এ কাউছার এর সঞ্চালনায় এতে আলোচনায় অংশগ্রহন করেন রফিকুল ইসলাম( সম্পাদক, নিউজ ভিশন),ফরিদুল আলম, এডভোকেট বেদারুল আলম, সাংবাদিক আমান উল্লাহ ( সম্পাদক দৈনিক গনসংযোগ), এডভোকেট খালেদুল কবির, এডভোকেট মো: শওকত আলী, লায়ন আব্দুস সালাম, নুরুল আমিন বাবুল,নাহিদুল ইসলাম,আমান উল্লাহ প্রমুখ।
সভায় সর্ব সম্মতি ক্রমে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলামকে সভাপতি, এ্যাডভোকেট সাকী এ কাউছারকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটি প্রস্তাবনা করা হয়।
উক্ত প্রস্তাবিত কমিটি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এর অর্গানাইজিং সেক্রেটারি ও চট্টগ্রাম চ্যাপ্টার সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসানের সুপারিশক্রমে বিএইচ আর. এফ এর চেয়ারপার্সন বিশিষ্ট মানবাধিকার নেত্রী এডভোকেট এলিনা খাঁন গতকাল ৩ মার্চ অনুমোদন করেন।