প্রথম মংলা সফরে ভারতের নৌযান। ১৯৭১ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে ভারতের নৌযান। ভারতীয় জাহাজ আইএনএস কুলিশ ও আইএনএস সুমেধা ৮ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত মংলা বন্দর সফর করবে। এই সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ।বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পূর্তির ঐতিহাসিক অনুষ্ঠান উদযাপনের জন্য দুটি ভারতীয় জাহাজ দুই দিনের সফরে মংলা বন্দরে আসছে। এটি প্রথমবারের মতো ভারতীয় জাহাজের মংলা সফর।
সোমবার (৮ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতি ভারতীয় নৌবাহিনী যে গুরুত্ব দেয় তা বোঝানোর জন্য জাহাজ দুটি ছাড়াও ভারতীয় নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, অন্ধ্র প্রদেশের নৌ অফিসার ইনচার্জ কমডোর মহাদেবু গোবর্ধন রাজু জাহাজে করে যাত্রা শুরু করেছেন।
বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পেশাগত আলোচনা এবং মংলা ও খুলনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। উভয় বাহিনীর সদস্যদের মধ্যে প্রীতি খেলাধুলা এবং জাহাজে সফরের ব্যবস্থা থাকবে। আগামী বুধবার (১০ মার্চ) ভারতে যাত্রা করার সময় উভয় নৌবাহিনী একটি যৌথ মহড়া পরিচালনা করবে।