নতুন যাত্রার ফলে সিলেট ও বন্দর নগরী চট্টগ্রামের মধ্যে পর্যটনের দ্রুত বিকাশ ও বাণিজ্যিক উন্নয়নের সেতুবন্ধন তৈরি হবে। আধুনিকায়ন হবে যোগাযোগ ব্যবস্থা।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম-জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৭ মার্চ থেকে বন্দর নগরী চট্টগ্রাম থেকে পূণ্যভূমি সিলেটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে।
দেশের ইতিহাসে প্রথম বাংলাদেশের অভ্যন্তরীণ চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে।