গতকাল ৭ই মার্চ (রোববার) চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যেগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেন, ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ ছিলো এক কুটনৈতিক কৌশল। এই ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে দিয়েছে মুক্তির সাহস।
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে প্রেরণা ছিলো একটা লাইনে, “৭কোটি বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না”। এই দাবায়ে রাখতে না পারাটাই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলো।