জানা গেছে, হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। আগুন দেখে চালক এসে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে আনা হয়।
রাঙ্গুনিয়া ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার লিটন হাওলাদার জানান, গাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে তাদের কাছে ঘটনাটি গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ মনে হয়েছে।