সোমবার (৮ মার্চ) দিনভর চট্টগ্রাম কারাগারে তদন্ত শেষে কমিটির প্রধান খুলনার ডিআইজি প্রিজন ছগীর মিয়া রাতে সাংবাদিকদের এ কথা জানান। কারা অভ্যন্তরের দক্ষিণ পাশে সীমানায় লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পালিয়ে যাওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিত হওয়া গেছে।
গত শনিবার ভোর সোয়া পাঁচটায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কর্ণফুলী ওয়ার্ড নামের ভবন থেকে নিখোঁজ হন হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন। কারাবন্দি ফরহাদ ৬ মার্চই কারাগার থেকে পালিয়েছেন। তাকে পালাতে কেউ সহযোগিতা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ডিআইজি ছগীর মিয়া বলেন, কর্ণফুলী ভবনের নিচ তলা দিয়ে বের হয় ফরহাদ। সিসিটিভি ফুটেজে ফরহাদকে ফাঁসির মঞ্চের পাশের ভবন থেকে সীমানা দেয়ালের বাইরে লাফ দিতে দেখা যায়। ফলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ফরহাদ কারাগার থেকে পালিয়েছে।