মেডিকেলের ভর্তি পরীক্ষা যথা সময়ে, পেছানোর সুযোগ নেই-স্বাস্থ্য মন্ত্রণালয়

মেডিকেলের ভর্তি পরীক্ষা যথা সময়ে, পেছানোর সুযোগ নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পেছানোর বিষয়ে সভায় আলোচনা হয়েছে কি না- জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর বলেন, ‘আলোচনা হয়েছে তবে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা আমরা দেখি না।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই তারিখ পেছানোর দাবি জানিয়েছে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একটি অংশ।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যথেষ্ট সময় পেয়েছে। এ সময়ের মধ্যে পরীক্ষা দিতে পারলে তারা ভালো করবে বলে আমরা মনে করছি। তাই নির্দিষ্ট সময়েই মেডিকেলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেডিকেল
Comments (0)
Add Comment