হাটহাজারীতে শিশু নির্যাতনকারী শিক্ষককে আটক করেছে পুলিশ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির হিফজ বিভাগের শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের হাফেজ ইয়াহিয়া। হাটহাজারীতে শিশু নির্যাতনকারী শিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ মার্চ) বিকেল তিনটার দিকে তাকে রাঙ্গুনিয়ার সাফরভাটা এলাকা থেকে আটক করা হয়েছে।

হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে শিশুটির মা-বাবাকে রাজিতে চেষ্টা করা হচ্ছে। যদি তারা রাজি না হয় পুলিশ বাদী হয়ে মামলা করবে।

 

চট্টগ্রামপুলিশ প্রশাসন
Comments (0)
Add Comment